জেলা রেজিস্ট্রার অফিস, কুষ্টিয়া।
টেলিফোন নং -৬১১১১ ।
জেলারেজিস্ট্রারের অফিসের দপ্তরপ্রধান হলেন জেলা রেজিস্ট্রার। এ অফিসের কার্যক্রম নিম্নরূপ:(ক) জেলাধীন সাব-রেজিস্ট্রার গণের কার্যক্রম তত্ত্বাবধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানকরা (খ) জেলাধীন ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদেরনিয়োগ-বদলী/পদায়নএবংশৃঙ্খলামূলকব্যবস্থাগ্রহণ(গ)সাবরেজিস্ট্রার
গণের কার্যালয়পরিদর্শন ও হিসাব পরীক্ষা করা;(ঘ) সাব-রেজিষ্ট্রি অফিস সমূহে দলিল লেখক গণের সনদপত্র প্রদান, নবায়ন ও প্রযোজ্যক্ষেত্রে বাতিলের ব্যবস্থা করা; (চ) সাব-রেজিস্ট্রার কর্তৃক প্রত্যাখাত দলিল নিবন্ধন বিষয়ে আপীল শুনানী ও সিদ্ধান্ত প্রদানকরা (ছ) নিকাহ রেজিস্ট্রারগণের কার্যক্রম তত্ত্বাবধান এবং তাদের ইন্ডেন সংক্রান্ত কার্যাদি সম্পাদন; এবং(জ) রেজিস্ট্রেশন ম্যানুয়্যাল অনুযায়ী নকলনবীশ নিয়োজিত করা । এ অফিসের আওতাধীন সাব-রেজিস্ট্রার অফিসসমূহ হলো - কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর, কুমারখালী, খোকসা । সাব-রেজিস্ট্রার অফিস এ আইন/বিধিমোতাবেক সকল প্রকার দলিল নিবন্ধনকার্য সম্পাদিত হয় । এ অফিস হতে নিম্নোক্ত সেবা প্রদান করা হয়ে থাকে:(ক) দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য প্রদান বা সমস্যা নিরসন; (খ) জেলা সদর বা উপজেলা পর্যায়ে দলিলের নকল বা তথ্য সংগ্রহে সমস্যা নিরসন;(গ) জেলা সদর বা উপজেলা পর্যায়ে কর্মকর্তা/ কর্মচারীদেরঅনিয়ম/ দূর্নীতি সম্পর্কে অভিযোগ তদন্তকরণ; (ঘ)জেলাধীন নিকাহ রেজিস্ট্রার(কাজী)দেরঅনিয়ম/দূর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তকরণ; এবং (ঙ) সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবীশ বা দলিল লেখকদের অনিয়ম/ দূর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্তকরণ । উপর্যুক্ত বিষয়ে যে কোন সেবা প্রার্থী সরাসরি জেলা রেজিস্ট্রার -এর নিকট আবেদন করতে পারেন । আবেদনের প্রেক্ষিতে উপর্যুক্ত বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিত সেবা প্রদান করা হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস